শিসকে,বিসিক,নওগাঁ-
১) উদ্যোক্তা চিহ্নিতকরণ (উদ্যোক্তার তথ্য নিবন্ধন), ২) উদ্যোক্তা উন্নয়ন, ৩) ক্ষুদ্র ও কুটির শিল্পের নিবন্ধন (ক) প্রস্তাবিত শিল্প, ৪) (খ) বিদ্যমান শিল্প । ৫) বিসিকের ত্বত্তাবধানে ঋণ কার্যক্রম ক) ক্ষুদ্র শিল্প ৬) খ) কুটির শিল্প , ৭) প্রোজেক্ট প্রোফাইল প্রনয়ন, ৮) ঋণ প্রস্তাব প্রনয়ন ও মূর্ল্যায়ন করে অথ্যায়নের জন্য বিভিন্ন ব্যাংকে সুপারিশসহ ঋণ প্রস্তাব প্রেরণ, ৯) উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগে স্থাপিত শিল্পের সহায়তা প্রদান, ১০) নকশা নমুনা বিতরণ, ১১) কারিগরী তথ্য সংগ্রহ ও বিতরণ, ১২) ক্ষুদ্র শিল্পের সাব-কন্টাকট্রিং তালিকাভুক্তিকরণ ১৩) ক্ষুদ্র ও কুটির শিল্পের কাচামাল আমদানির জন্য সুপারিশ (আইআরসি)প্রদান, ১৪) শিল্প নগরী প্লট ব্যাংকে দায়বদ্ধ রাখা সংক্রান্ত অনাপত্তিপত্র প্রদান, ১৫) বিপণন সম্ভাবতা প্রতিবেদন প্রনয়ণ, ১৬) ক্রেতা-বিক্রেতা সম্মেলন, মেলায় অংশ গ্রহন বিপননে সহায়তা করণ
০২। শিল্প নগরী,বিসিক,নওগাঁ-
১) প্লট বরাদ্দ, ২) প্লটের দখল প্রদান, ৩) শিল্প ইউনিটের লে-আউট প্রদান অনুমোদন, ৪) শিল্প খাত পরিবর্তন, ৫) শিল্প ইউনিটের নাম পরিবর্তন, ৬) লিজ ডিড সম্পাদন, ৭) ইউনিটের মালিকানা হস্তান্তর, ৮) শিল্প ইউনিটের র সাংগঠনিক কাঠামো পরিবর্তন , ৯) শিল্প নগরী প্লট ,ব্যাংক দায়বদ্ধ রাখা সংক্রান্ত অনাপত্তিপত্র প্রদান, ১০) শিল্প নগরীর শিল্প ইউনিটের খালি ফ্লোর ভাড়া প্রদান। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS